Tuesday, February 12, 2019

মানবশরীরের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে তিনটি অসাধারণ বিশ্ব রেকর্ড

                     (Source-Pixabay.Com)

দ্রুততম অঙ্গচ্ছেদ
আধুনিক চিকিৎসা-শাস্ত্রে মানুষের অঙ্গ ছেদের ব্যাপার চিকিৎসকদের কাছে কোন সমস্যাই নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তের হাসপাতলে প্রতিদিন হাজার হাজার রোগীর দেহের বিভিন্ন অঙ্গ কেটে বাদ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হচ্ছে। তবে হ্যাঁ মানুষের শরীরের কোন একটি অঙ্গ কেটে বাদ দিলে তার জীবনযাত্রা স্বাভাবিকতা অব্যাহত থাকবে না, থাকতে পারে না খুব সত্যিই বটে কিন্তু একটি মাত্র অঙ্গ বাদ দিলে যদি কারো জীবন রক্ষা পায় তবে তা অবশ্যই কাম্য। নেপোলিয়ান বোনাপার্ট এর প্রধানতম শল্য-চিকিৎসক দৈনিক একবার এক অসাধ্য সাধন করে বিশ্বের চিকিৎসা ক্ষেত্রে অভূতপূর্ব নজির সৃষ্টি করেছেন। রোগীকে অজ্ঞান না করে বা ইনজেকশনের মাধ্যমে নির্দিষ্ট স্থানটি অবশ না করে তিনি মাত্র 13 থেকে 15 সেকেন্ডের মধ্যে এক রোগীর পা কেটে বাদ দিয়ে দিয়েছিলেন এমনকি কোনো রকম বাঁধাছাঁদার সাহায্য নেননি। চিকিৎসার ক্ষেত্রে এটি একটি বিশ্বরেকর্ড।

র্দীঘতম গলা

মানুষের গলার মাপ সর্বক্ষেত্রে সমান নয়। অধিকাংশ ক্ষেত্রে দেশ বা অঞ্চলের লম্বা বা বেঁটে নির্ভর করে। কোন কোন দেশের মানুষের কাছে মেয়েদের গলা লম্বা বা বেটে তা তার সৌন্দর্যের মাপকাঠি বলে বিবেচিত হয়। ব্রহ্মদেশের প্যাডুয়াং ও ক্যারেনি অঞ্চলের অধিবাসীদের মেয়েদের গলা পৃথিবীর সব দেশের মেয়েদের চেয়ে লম্বা। আসলে তাদের গলা স্বাভাবিক ভাবে লম্বা হয় না। কৃত্তিম উপায়ে লম্বা করে থাকে। তামার তার দিয়ে তৈরি একটি বেশ বড় সড় তৈরি করে তারা সর্বক্ষণ গলায় ব্যবহার করে। এমন বিচিত্র কান্ড পৃথিবীর অন্য কোন দেশে দেখা যায় না।

অসাধারণ স্মৃতিশক্তি

স্মৃতি শক্তি প্রত্যেক মানুষের নিজস্ব সত্ত্বা অধিকাংশ ক্ষেত্রে বয়সের তারতম্যের সঙ্গে তাল রেখে স্মৃতিশক্তি বৃদ্ধি ঘটতে দেখা যায়। শিশুরা দীর্ঘ সময় ধরে রাখতে পারে অশীতিপর বৃদ্ধ বৃদ্ধাদের পক্ষে তা কিছুতেই সম্ভব নয়। স্বামী বিবেকানন্দ-এর স্মৃতিশক্তি প্রখর ছিল বলে জানা যায়। তুর্কিস্তানের অন্তর্গত আঙ্কারার আদিবাসী মোহাম্মদ আলী হ্যালিচির স্মৃতি শক্তি ছিল অতুলনীয়। তিনি 1967 খ্রিস্টাব্দে 14 ই অক্টোবর একনাগাড়ে 6 ঘন্টায় কোরাণ শরীফ এর 6666 টি শ্লোক আবৃতি করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছিলেন। 6 জন কোরাণ বিশেষজ্ঞ কোরআন খুলে রেখে কোথাও কোনো শ্লোক বাদ পড়ে কিনা নজর রেখেছিলেন। কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করেছেন, কোথাও একটি শ্লোক বাদ পড়েনি।

No comments:

Post a Comment