রাত্রিবেলায় আপনারা যদি আকাশের দিকে তাকিয়ে দেখেন তাহলে আপনারা লক্ষ্য করবেন যে আকাশের কোন কোন জায়গায় কোন তারা দেখা যায় না। মনে হয়, এসব জায়গা বুঝি ফাঁকা। যেমন, কোনো কোনো ফুল গাছের সব জায়গায় সমানভাবে ঝাঁকে ঝাঁকে কিংবা সারি সারি ভাবে ফুল ফোঁটে না। কিছু অংশ ফাঁকা থাকে।
জার্মান জ্যোতির্বিজ্ঞানী স্যার উইলিয়াম
হার্শেল দূরবীনে এমনি সব জায়গা দেখে বলেছিলেন,
“এই জায়গাটা নিশ্চয়ই ফাকা !”
কিন্তু আজ আর সে কথা বলা যাবে না। এখানে কালো কালো নীহারিকা তারাদের আড়াল করে বিরাজ করছে বলে এসব জায়গায় তারা দেখা যায় না। নীহারিকাগুলো গ্রহকণিকা আর গ্যাসের জমাট পুঞ্জ। এরা ধুলোর মেঘ-এরা পিছনের তারাদের আড়াল করে থাকে।
আমরা যে ছায়াপথের মধ্যে আছি সেখানেও কোন জায়গা ফাঁকা নেই। সব জায়গায় এই সব নীহারিকা ঘুরে বেড়াচ্ছে। ছায়াপথের পর ছায়াপথ মহাকাশভরা নীহারিকা,গ্রহ, তারা সব রয়েছে, কেউ দূরে, কেউ কাছে। কোথাও ফাঁকা নেই।
No comments:
Post a Comment