বন্ধুরা, আমাদের এই বিশাল পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যা বাস্তবে কাল্পনিক মনে হলেও এখনও দেখতে পাওয়া যায়। মানুষের ধারণায় এই সব প্রাণী অদ্ভুত ও বিস্ময়কর। বাস্তবে এ ধরনের প্রাণী দেখে আমাদের একটাই কথা শুধু বলতে ইচ্ছে করে যে এটা কোন ধরনের প্রাণী। আজ আপনাদের এমনই কিছু অদ্ভুত ও অসাধারণ জীবের কথা বলব ।
১. স্টার নোসড্ মোল্ - এ হল এমন এক ধরনের জীব যা দেখে মানুষের মনে হবে এরা যেন কোনো রূপকথার দেশের ভয়ংকর দানব। এই ধরনের জীবের মুখের সামনের অংশটিতে তারার মতো দেখতে একটি নাক আছে। এদের এই প্রকার নাক কোন সাধারন নাক নয় বরং শরীরের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। যা অন্য সকল প্রাণী থেকে সম্পূর্ণ আলাদা। এদের এই প্রকার নাক যেমন একদিকে এদেরকে নিজেদের খাদ্যের সন্ধানে সাহায্য করে তেমনি অন্যদিকে মাটির তলায় অনেক গভীরতার খুব অল্প অক্সিজেনপূর্ণ জায়গাতেও বেঁচে থাকতে সাহায্য করে।
২. অ্যাই অ্যাই- অদ্ভুত ধরনের প্রাণী অ্যাই অ্যাই শেয়ালের মতো চতুর বলে মনে করা হয়। এরা শুধুমাত্র গাছের পাতা ফুল ও ফল খেয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু কখনো কখনো এদের গাছের মধ্যে থাকা বিভিন্ন কীটপতঙ্গ খেতেও দেখা যায়। এই ধরনের প্রাণীর বিশেষত্ব হলো এদের হাতের আঙুল খুব বড় এবং ভারী অদ্ভুত প্রকৃতির হয়ে থাকে। যা এদের কোন গাছ থেকে ঠক্ ঠক্ আওয়াজ করে কীটপতঙ্গ বের করে খেতে সাহায্য করে।
৩. বেয়ার হারটেড গ্লাস ফ্রগ- এটি হলো এক ধরণের অদ্ভুত ব্যাঙ। যারাই এই জীব দেখে তারাই অবাক হয়ে যায়। এদের শরীর কাঁচের মত স্বচ্ছ দেখতে। এদের পেটের মধ্যকার যাবতীয় অংশ এমনকি শিরা-উপশিরা সব দেখা যায়। এইধরনের ব্যাঙ সবুজ রঙের হয়ে থাকে। যা তাদেরকে গাছের পাতায় নিজেকে মানিয়ে নিয়ে আত্মরক্ষায় সাহায্য করে।
৪. স্পাইডার ক্র্যাব- স্পাইডার ক্র্যাব আসলে এক ধরনের সামুদ্রিক কাঁকড়া। মাকড়শার মতো দেখতে বলে এর এইরূপ নামকরণ করা হয়েছে। এদের পায়ের দৈর্ঘ্য অন্য কাঁকড়াদের তুলনায় অনেক বেশি। এরা খুব আক্রমণাত্মক প্রকৃতির হয়ে থাকে। নিজেদের প্রজাতির রক্ষা করার জন্য এরা অন্য সামুদ্রিক জীবের প্রজাতিকে মেরে ফেলতে পারে। এই ধরনের কাঁকড়া ১৫০ বছরের থেকেও বেশি বাঁচতে পারে।
৫. স্প্রিং হেয়ার- এই ধরনের জীব আফ্রিকার কেনিয়া এবং তানজেনিয়ায় দেখতে পাওয়া যায়। 'হেয়ার' শব্দের মানে হল একধরনের খরগোশ। কিন্তু আসলে এই জীব কোন খরগোশ নয়। কেউ কেউ একে ক্যাঙ্গারু, আবার কেউ কেউ একে কাঠবিড়ালি বলে মনে করে থাকে। কিন্তু আসলে এটি হলো এক প্রজাতির ইদুঁর। এই ধরনের জীব ৪৫ সেন্টিমিটার হয়ে থাকে এবং ক্যাঙ্গারুর মত ২ মিটার এর বেশি উঁচুতে লাফাতে পারে। এই ধরনের জীব ছোট ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে।
এই প্রবন্ধ পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এইরকম আরও অদ্ভুত, অজানা, দারুন, মজার, পৃথিবীর রহস্য সম্পর্কে নানান তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ রাখুন।
No comments:
Post a Comment