Tuesday, April 24, 2018

টিভি নিয়ে ৭ টি মজার এবং অজানা খবর

         টিভি নিয়ে ৭ টি মজার এবং অজানা খবর

১. টিভি ফ্ৰী-ডে - আইসল্যান্ডে সপ্তাহে একটি দিন ‘টিভি ফ্ৰী-ডে' হিসাব গণ্য হয়। সেই শুভদিনটি
হচ্ছে বৃহস্পতিবার। প্রত্যেকের পারিবারিক জীবনে এটির বিশেষ গুরুত্ব রয়েছে। অবশিষ্ট দিনগুলিতে টিভির অনুষ্ঠান খুবই কম সময় ধরে প্রদর্শিত হয়। সাধারণত রাত্রি আটটা থেকে এগারটা পর্যন্ত অনুষ্ঠান প্ৰদৰ্শিত হয়। ১৮৮২ খ্রীস্টাব্দ থেকে প্রতি বছরের জুলাই মাসটি টিভি ফ্রী মাস’ হিসাবে গণ্য হয়ে আসছে। ১৯৮৪ সালের একটি হিসাব অনুযায়ী আপার ভোল্টাতে গড়ে প্রতি এক হাজার বাড়িতে একটি করে টেলিভিশন সেট রয়েছে।

২. সর্বাধিক টিভি সেট -  ইউনাইটেড স্টেটস অব আমেরিকাতে বিশ্বের মধ্যে সর্বাধিক সংখ্যক টেলিভিশন সেট রয়েছে। ১৯৮৬ খ্রীস্টাব্দের পরিসংখ্যান অনুযায়ী সেদেশের বাড়ি বাড়ি ৮৫ কোটি ১ লক্ষ টেলিভিশন সেট ছিল। তার মধ্যে ৩৫ মিলিয়ন(১ মিলিয়ন = ১০ লক্ষ)কেবল টিভি, ১৮ মিলিয়ন পে টিভি, ২৬ মিলিয়ন সাবস্ক্রিপসন্ সেটেলাইট টিভি এবং ৪ মিলিয়ন ভিডিও ক্যাসেট। উক্ত হিসাব অনুযায়ী প্রতিটি বাড়িতে টিভি সেটের সংখ্যা গড়ে ২০- এরও বেশী।

৩. হাত ঘড়ির আকৃতি টিভি -  এবার আলোচনা করা যাক, বিশ্বের কোন দেশ এবং কোন টিভি সমগ্র বিশ্বের টিভি সমাজে ক্ষুদ্রতম সেট বলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে? এদিক থেকে জাপানের সিকো টিভির স্থান সর্ব অগ্রগণ্য বলে বিবেচিত। ১৯৮২ খ্রীস্টাব্দের ২৩- এ ডিসেম্বর উক্ত টিভিটি বিক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টিভিটির পর্দা ১২ ইঞ্চি। আর ওজন? এ-ও রীতিমত অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছে জাপানের উক্ত টিভি নির্মাণ প্রতিষ্ঠান। একটি সেটের মাত্র ২.৮ আউন্স। এর মধ্যেই আছে গ্রাহক যন্ত্র, হেড ফোন সেট। তবে অবশ্যই এটি সাদা-কালো টিভি। আর মূল্য? একটিমাত্র টিভি সেটের বিক্রয়মূল্য ১ লক্ষ ৮ হাজার ইয়েন অর্থাৎ  প্রায় 992 ডলার। এটি একটি হাতঘড়ির আকৃতি বিশিষ্ট।

৪. সর্বাধিক টিভি দর্শক -  ১৯৭৮ খ্রীস্টাব্দের জানুয়ারী মাসের হিসাব অনুযায়ী জানা গেছে ইউনাইটেড স্টেটস অব আমেরিকার শিশু থেকে আঠারো বছরের যুবক যুবতী পর্যন্ত এক নাগাড়ে ৭০০ দিনের সমান অর্থাৎ ১৭০৪০ ঘণ্টা টেলিভিশনের অনুষ্ঠান দেখে। তার মধ্যে তারা ৩ লক্ষ ৫০ হাজার ৬০০ কমার্শিয়াল ছবি এবং ১৫০০০ এরও বেশী সংখ্যক মারদাঙ্গার ছবি দেখে। ১৯৯০- এ মার্চের হিসাব অনুযায়ী জানা যায় ইউনাইটেড স্টেটস অব আমেরিকার জনসাধারণ গড়ে প্রতিদিন ৭ ঘণ্টা ২ মিনিট টেলিভিশনের অনুষ্ঠান দেখে ৮৪ মিলিয়ন (এক মিলিয়ন = দশ লক্ষ) বাড়ির টেলিভিশন সেটে।

৫. ক্ষুদ্রতম টিভি সেট -  ক্ষুদ্রতম সিঙ্গলপিস টিভি সেটটির নাম ‘ক্যাসিও কেইস্যানিক টিভি-১০' ওজন ১১.৯ আউন্স, পর্দাটি ২.৭ ইঞ্চি। ১৯৮৩ খ্রীস্টাব্দের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে টিভি-টির বিক্রি শুরু হয়।

৬. ক্ষুদ্রতম রঙিন টিভি - সাদা-কালো টিভির খবরাখবর তো জানা গেল। এবার দেখা যাক, বিশ্বের ক্ষুদ্রতম টিভি সেট (রঙিন) কোন দেশ, কবে তৈরী করেছিল। ১৯৮৩ খ্রীস্টাব্দের জুন মাসে জাপানে একটি রঙিন টিভি আনুষ্ঠানিকভাবে বাজারে এসেছিল। যার একটির ওজন ১.১৩ পাউন্ড এবং পর্দা ১.৫ ইঞ্চি।

৭. টিভি শিল্পীদের সর্বাধিক অর্থপ্রাপ্তির তালিকা - 

১. সোফিয়া ভেরগারা $৪১,৫০০,০০০

২. জিম পারসন $২৭,৫০০,০০০

৩. জনি গালেসকি $২৬,৫০০,০০০

৪. ক্যালি কুয়োকো $২৬,০০০,০০০

৫.  সিমন হেলব্রেগ $২৬,০০০,০০০

৬. কুনাল নায়ের $২৫,০০০,০০০

৭. মার্ক হার্মন $১৯,০০০,০০০
                         
৮. টাই বুরেল $১৩,৫০০,০০০

৯. মিনডি কালিং $১৩,০০০,০০০

১০.এলেন পমপিও $১৩,০০০,০০০

১১.মারিস্কা হার্জিটে $১২,৫০০,০০০

১২. এরিক স্টোনস্ট্রীট $১২,৫০০,০০০

১৩. জুলি বোয়েন $১২,০০০,০০০

১৪. কেভিন স্পাসে $১২,০০০,০০০

১৫. এড ও'নিল $১২,০০০,০০০

১৬. জেসি টাইলার ফার্গুসন $১১,০০০,০০০

১৭. কেরি ওয়াশিংটন $১১,০০০,০০০

টিভি নিয়ে ৭ টি মজার এবং অজানা খবর - আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও আর্টিকেল পাবার জন্য আমাদের ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ রাখুন এবং এই আর্টিকেলটি কেমন লাগলো তা কমেন্ট করে বলতে ভুলবেন না কিন্তু।

No comments:

Post a Comment