Friday, April 27, 2018

অ্যাভেঞ্জারস্: ইনফিনিটি ওয়ার সিনেমাটি সম্পর্কে ১০ টি অজানা ও চিত্তাকর্ষক তথ্য


অ্যাভেঞ্জারস্: ইনফিনিটি ওয়ার সিনেমাটি সম্পর্কে ১০ টি অজানা ও চিত্তাকর্ষক তথ্য

মার্ভেল স্টুডিওর, অ্যাভেঞ্জারস্: ইনফিনিটি ওয়ার, হলো এমন একটি চলচ্চিত্র যা ভারত তথা বিশ্বের সব জায়গাতেই সমানভাবে জনপ্রিয়। তাই আজ আপনাদের আমি এই সিনেমাটি সম্পর্কে ১০ টি অজানা ও চিত্তাকর্ষক তথ্য জানাব। তো চলুন শুরু করা যাক -

১. অ্যাভেঞ্জারস্: ইনফিনিটি ওয়ার হলো বিশ্বের প্রথম ছবি যার নির্মাণকার্য ডিজিটাল ২ ডি আইবিএমএক্স ( Digital 2D IBMX) - এর ক্যামেরার মাধ্যমে করা হয়েছে।

২. এই সিনেমাটি মার্ভেল স্টুডিওর দ্বারা নির্মিত ১৯ - তম ছবি যার মুক্তির দিন অ্যাভেঞ্জারস্ : এজ অফ  অ্যালট্রন(Avengers: Age of Ultron)(২০১৫) সিনেমাটি তৈরি করার সময় ঠিক করা হয়ে গিয়েছিল।

৩. প্রথমে মনে করা হয়েছিল যে, এই সিনেমাটিতে ক্যাপ্টেন মার্ভেলকে দেখা যেতে পারে কিন্তু ছবিটির পরিচালকরা এ বক্তব্যকে সম্পূর্ণ অস্বীকার করেন এবং ক্যাপ্টেন মার্ভেলকে নিয়ে ২০১৯ সালে একটি নতুন ও বিশেষ সিনেমা তৈরি করা হবে বলে জানান।

৪. এই চলচ্চিত্রটির প্রথম ট্রেলার ২৪ ঘণ্টার মধ্যে ২ কোটিরও বেশি বার দেখা হয়েছে, এই ছবিটি এক দিনে সবচেয়ে 'বেশি ট্রেলার দর্শনের' জন্য একটি নতুন রেকর্ড সৃস্টি করেছে।

৫. এই সিনেমাটির দুটি অংশ তৈরি করতে মোট খরচ হয়েছে ১ বিলিয়ন ইউএস ডলার যার মধ্য থেকে ৪০০ মিলিয়ন ইউএস ডলার ছবিটির বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য কলাকুশলীদের দেওয়া হয়েছে।

৬. এই চলচিত্রটি মার্ভেল সিনেম্যাটিক ইউনির্ভাস( Marvel Cinematic Universe) -  এর ১০ বছর বর্ষপূর্তি উপলক্ষে দর্শকদের উপহার হিসেবে দেওয়া হয়েছে এবং মজার বিষয় হলো যে এই সিনেমাটিও দ্যি অ্যাভেঞ্জারস্ (The Avengers)(২০১২) সিনেমাটির ঠিক ১০ বছর পরে মুক্তি পেতে চলেছে।

৭. জশ হয়েডন (Joss Whedon), যিনি প্রথম দুইটি অ্যাভেঞ্জারস্ সিনেমা পরিচালিত করেছিলেন তিনি এবারের অ্যাভেঞ্জারস্: ইনফিনিটি ওয়ার সিনেমাটি পরিচালিত করতে অস্বীকার করেছিলেন আর এই কারণে রুশো ভাতৃদ্বয় সিনেমাটি পরিচালনা করলেন।

৮. এই সিনেমাটির পরিচালক রুশো ভাতৃদ্বয় (Russo Brothers) এই বক্তব্য প্রকাশ করেছেন যে, এই ছবিটি দুটি অংশে যথাক্রমে ২০১৮ ও ২০১৯ সালে মুক্তি পাবে এবং এই সিনেমাটিতে ৬৬ টিরও বেশি চরিত্র দেখা যাবে।

৯. অ্যাভেঞ্জারস্: ইনফিনিটি ওয়ার চলচিত্রটির অন্যতম অভিনেতা টম হল্যান্ড (Tom Holland)- কে ছবিটির সংলাপ পড়তে দেওয়া হয়নি, কেননা তিনি 'স্পাইডার-ম্যান হোমকামিং' (Spider-Man Homecoming) ছবিটির অনেক বেশি তথ্য সংবাদ মাধ্যমে ফাঁস করে দিয়েছিলেন।

১০. এই সিনেমাটিতে থ্যানোস (Thanos) হলো অন্যান্য দৈত্য ও দানবদের থেকে সবচেয়ে শক্তিশালী একটি চরিত্র।

অ্যাভেঞ্জারস্: ইনফিনিটি ওয়ার সিনেমাটি সম্পর্কে ১০ টি অজানা ও চিত্তাকর্ষক তথ্য - আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment