Sunday, April 29, 2018

ভারতের প্রথম ডাকটিকিট কী ?

                ভারতের প্রথম ডাকটিকিট কী ?

ভারতের প্রথম ডাকটিকিট- ১৯৫৪ ঘটাব্দে ভারতবর্ষে ডাকটিকিট প্রচলনের শতবর্ষ পূরণ হওয়৷ উপলক্ষে দিল্লীতে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তাতে ১৮৫৪ খ্রীস্টাব্দ থেকে সে সময় পর্যন্ত ছাপা টিকিটের একটি রঙিন অ্যালবাম প্রকাশিত হয়েছিল।

আসলে কিন্তু ১৮৫২ খ্রীস্টাব্দের ১লা জুলাই সিন্ধু
প্রদেশে প্রথম ডাকটিকিট প্রকাশিত হয়েছিল। কিন্তু সিন্ধু প্রদেশ এখন পাকিস্তানভুক্ত হওয়ায় ভারতে প্রথম ডাকটিকিটের তারিখ ১৮৫৪ খ্রীস্টাব্দ ধরে শতবার্ষিকী প্রতিপালিত হয় ১৯৫৪ খ্রীস্টাব্দে।

১৮৫২ খ্রীস্টাব্দের ১লা জুলাই সিন্ধু প্রদেশে যে ডাক টিকিট প্রকাশিত হয় তারও আগে ভারতে দুই রকম ডাকটিকিট ১৮৫০ খ্রীস্টাব্দে ছাপা হয়েছিল।
তাতে সিংহ ও তালগাছের নকশা ছিল। ঐ টিকিটগুলি কলকাতার টাকশালে ছাপা হয়েছিল। এ টিকিটগুলি শেষ পর্যন্ত চালানো হয়নি। ১৮৫২ খ্রীস্টাব্দের ১লা জুলাই যে টিকিট চল হয় তাতে লাল, সাদ ও নীল এবং একটি গোলাপি বেল্টের মাঝখানে ইস্ট ইণ্ডিয়া কোম্পানির তীর আঁকা একটি নকশা ‘এম্বস্’ করে দেওয়া হত, আর ইংরেজিতে লেখা থাকতো 'Scinde District Dawk' (সিন্ডে ডিশট্রিক্ট ডওক) . প্রত্যেকখানি টিকিটের মূল্য ছিল দু পয়সা । এ সব পুরোনো টিকিটের বর্তমান দর কয়েক শো টাকা। পুরোনে লাল রঙের টিকিটের দাম কয়েক হাজার টাকা।



১৮৫৫ খ্রীস্টাব্দে ডিলা রু অ্যান্ড কোম্পানির
বিলাতের ছাপাখানায় চার আনা দামের একরকম
টিকিট ছাপা হয়। ১৯২৬ খ্রীস্টাব্দ থেকে নাসিক শহরে সিকিউরিটি প্রিন্টিং প্রেসে ভারতীয় ডাকটিকিট ছাপাবার ব্যবস্থা হয় । গান্ধী-স্মারক ডাককিটগুলি ফটোগ্রেভিওর পদ্ধতিতে সুইজারল্যান্ডের কুতভয়জিয়ার প্রতিষ্ঠান থেকে ছাপিয়ে আনা হয়। পরে ভারতেই ফটোগ্রেভিওর পদ্ধতিতে টিকিট ছাপা হয়।


ভারত স্বাধীন হবার পর নানা রকম স্মারক
টিকিট বেরিয়েছে। এগুলি সংগ্রহ করা এক মহা
সমস্যা। এখন শুধু ভারতীয় টিকিট সংগ্রহ করাও
কারো কারো শখ হয়ে দাড়িয়েছে। তবে এ সংখ্যা মাত্র গুটিকয়েক মানুষের মধ্যেই সীমাবদ্ধ। কেননা বর্তমানে স্মার্টফোন, ইন্টারনেট, কম্পিউটার এবং ল্যাপটপ এর যুগে ভারতীয় টিকিট সংগ্রহ করার প্রবনতা আজ-কালকার ছেলেদের মধ্যে হারিয়ে যেতে বসেছে।

১৮৫৫ থেকে খ্রীস্টাব্দ ভারত সরকারের সঙ্গে
ব্যবস্থা করে দেশীয় ও করদ রাজ্যগুলি নিজস্ব
ডাকটিকিট ছাপা শুরু করে। চাম্বা, গোয়ালিয়র,
ঝিন্দ, পাতিয়ালা, ভূপাল, নাভা, কোচিন ইত্যাদি
নিজ নিজ ডাকটিকিট ছাপাতে থাকে। এখন
এ সব রাজ্যের হয়ে দেশীয় টিকিট দুষ্প্রাপ্য
উঠেছে।

ভারতের প্রথম ডাকটিকিট কী ? আর্টিকেলটি পড়ার জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই।


No comments:

Post a Comment